 |
Al-Arafah Islami Bank |
আল আরাফাহ ইসলামী ব্যাংক এর হেল্পলাইন নাম্বার,ঠিকানা, সুইফট কোড || Al-Arafah Islami Bank SWIFT Code, Helpline Number, address -
আল আরাফাহ ইসলামী ব্যাংকের হেল্পলাইন নাম্বার যেসব কারনে প্রয়োজন -
ব্যাংকের কোন গ্রাহক লেনদেন বা একাউন্ট জনিত সমস্যা হলে একটা সময় সরাসরি শাখায় গিয়ে তার সমাধান করতে হতো ।
কিন্তু এখন প্রতিটি ব্যাংক তাদের গ্রহকদের জন্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে কাস্টমার কেয়ার নাম্বার চালু রাখে যাতে গ্রাহক যেকোন জায়গায় থেকে ব্যাংক সেবা নিতে পারে।
আল আরাফাহ ইসলামী ব্যাংকের যেকোন গ্রাহক চাইলেই ঘরে বসেই যে কোনো সম্যাসার সমাধান নিয়ে নিতে পারবেন।
এছাড়া একাউন্ট সম্পর্কিত যেকোন তথ্য ও সমস্যার সমাধান পেতে কষ্ট করে ব্যাংকে যাওয়ার পরিবর্তে ঘরে বসেই সেবা পেতে ব্যাংকের হেল্পলাইন নাম্বার প্রয়োজন হয়।
আল আরাফা ইসলামী ব্যাংকের যেসব গ্রাহকগন হেল্পলাইন নাম্বার জানেন না তারা আজকের এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিতে পারবেন।
এখানে আপনাদের সাথে আল আরাফাহ ইসলামী ব্যাংকের হেল্পলাইন নাম্বার শেয়ার করেছি।
আল আরাফাহ ইসলামী ব্যাংক হেল্পলাইন নাম্বার
প্রতিটি ব্যাংকের গ্রাহকদের জন্য সাধারণত ২টি Cuatomer Care নাম্বার থাকে ।
- ১. লোকাল কাস্টমার কেয়ার নাম্বার
- ২. ইন্টারন্যাশনাল হেল্পলাইন নাম্বার
লোকাল কাস্টমার কেয়ার নাম্বার দিয়ে শুধুমাত্র বাংলাদেশ থেকে কল করা যাবে এবং ইন্টারন্যাশনাল নাম্বারটি দিয়ে যেকোন দেশ
থেকে কল করে কথা বলা যাবে।
আল আরাফাহ ইসলামী ব্যাংকের বাংলাদেশের জন্য হেল্পলাইন নাম্বার:
16434 (Hotline) only Bangladesh
আল আরাফাহ ইসলামী ব্যাংক লোকাল এরিয়া নাম্বার শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য ।
16434 এই নাম্বারটি দিয়ে শুধু বাংলাদেশের সিম থেকে কল দেওয়া যাবে বাইরের দেশ থেকে এই নাম্বারে কল দিলে কল যাবে না।
International Number :
Customer Care :+8809611016434.
এটি ইন্টারন্যাশনাল নাম্বার ।বাংলাদেশ সহ যে কোন দেশ থেকে কল দিলে কথা বলা যাবে।
এছাড়া প্রতিটি শাখার জন্য আলাদা আলাদা ফোন নাম্বার আছে। আপনি চাইলে নির্দিষ্ট শাখায় ফোন করে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। আপনাদের সুবিধার্থে প্রতিটি শাখার ফোন নাম্বার শেয়ার করেছি। নির্দিষ্ট কোন শাখার ফোন নাম্বার দেখতে নিচে Branches List দেখুন।
এছাড়া আপনি চাইলে সরাসরি ব্যাংকের যেকোন শাখায় গিয়ে আপনার সমস্যার সমাধান নিতে পারেন৷ আপনাদের সুবিধার্থে আল আরাফাহ ইসলামী ব্যাংকের সব শাখা লিস্ট,ঠিকানা ও কন্টাক নাম্বার দিয়ে দিলাম
আপনার নিকটস্থ শাখার ঠিকানা, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য জানতে Branches List দেখুন। Branches List এ প্রতিটি শাখার ঠিকানা ও আলাদা ফোন নাম্বার দেওয়া আছে।
আল আরাফাহ ইসলামী ব্যাংকের সুইফট কোড - Swift Code:
SWIFT-Code : ALARBDDH
Routing Number :
যেকোন ব্যাংকের প্রতিটি শাখার জন্য আলাদা আলাদা Routing Number থাকে।
সবগুলো শাখারা Routing Number দেওয়া আছে। View Routing No থেকে আপনার প্রয়োজনীয় শাখার Routing No দেখতে পারবেন।
View Routing No
আল আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা সমূহ - Branches list and Location :
আল আরাফাহ ইসলামী ব্যাংকে এটিম বুথ লিস্ট - ATM List And Location :
এছাড়া বাংকের অন্যান্য তথ্য -
Al-Arafah Islami Bank Limited :
- Head Office Address, Al-Arafah Tower, 63, Purana Paltan, Dhaka-1000.
- Central PABX: +88-02-44850005
- FAX: +88-02-44850066
- SWIFT : ALARBDDH
- Email : info@aibl.com.bd
- Website : www.aibl.com.bd
www.al-arafahbank.com
আজকের আর্টিকেল এ আপনাদের সাথে শেয়ার করেছি আল আরাফাহ ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বার (Cuatomer care Number),
ঠিকানা ( Address ), সুইফট কোড (Swift Code ), ATM বুথ লিস্ট এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য।
আশা করি, আপনাদের মাঝে আরাফাহ ইসলামী ব্যাংকের সঠিক তথ্য শেয়ার করতে পেরেছি যা আপনাদের উপকারে আসবে।