Dirilis Ertugrul-All Episode download,দিরিলিস আর্তুগ্রুল সিজন ১-৫ ডাউনলোড
![]() |
দিরিলিস আর্তুগ্রুল |
এখন পর্যন্ত ইসলামের ইতিহাস নিয়ে বানানো সর্বাধিক জনপ্রিয় টিভি সিরিজ গুলোর মধ্যে অন্যতম দিরিলিস আর্তুগ্রুল।
আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি। আজকে আমাদের আলোচনার বিষয় পুরো দুনিয়া কাঁপানো তুর্কি সিরিজ 'দিরিলিস আর্তুগ্রুল' এর রিভিউ এবং ডাউনলোড লিংক নিয়ে। তো চলুন শুরু করা যাক -
সিরিজের নাম : দিরিলিস আর্তুগ্রুল
সিরিজের ধরন: ঐতিহাসিক সিরিজ , তুর্কি টেলিভিশন ধারাবাহিক, ইসলামী শাসন এর পুনরুত্থান , এডভেঞ্চার।
প্রধান চরিত্রে অভিনেতা /অভিনেত্রী :এনজিন আলতান দুজিয়াতান,এসরা বিলগিস, ইয়ামান তুমান, হুলইয়া দারচান, কান তাসানের, বারিশ বাঘচি, উসমান সয়কুত, চেঙ্গিয কশোকুন, দিদেম বালচিন, নুরেত্তিন সোনামেয, চাভিত ছেতিন গুনার, এছাড়াও প্রতিটি সিজনেই অনেক অভিনেতা /অভিনেত্রী গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অভিনয় করেছেন।
নির্মাতা : মেহমেত বোজদাগ, কেমাল তেদকেন
দিরিলিস আর্তুগ্রুল | |
---|---|
মোট সিজন | ৫ টি |
মোট পর্ব | ১৫০ টি |
প্রতিটি পর্বের ব্যাপ্তিকাল | ১১০-১৪০ মিনিট |
মূল সম্প্রচার | তুরস্কের জাতীয় টেলিভিশন TRT1 এবং TRT1 HD |
মুক্তির তারিখ | ১০ ডিসেম্বর ২০১৪ - ২৯ মে ২০১৯ ( প্রায় ৫ বছরে ৫টি সিজন মুক্তি পেয়েছে ) |
****সিরিজের বিস্তারিত তথ্য****
আপনি হয়তো নেটফ্লিক্সে কিংবা টিভিতে অনেক সিরিজ দেখেছেন এবার এই তুর্কি সিরিজটি একবার দেখতে পারেন। ২-৩ টা পর্ব দেখলেই আপনি আর সিরিজ থেকে মুখ ফিরিয়ে নিতে পারবেননা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখিয়েছে 'দিরিলিস আর্তুগ্রুল সিরিজটি' । তৎকালীন উসমানীয় সাম্রাজ্যের গৌরবময় উত্থানের সত্য কাহিনি অবলম্বনে নির্মিত হয়েছে জনপ্রিয় এই তুর্কি সিরিজ ‘দিরিলিস আরতুগ্রুল’।
মধ্যপ্রাচ্যে ও এশিয়া সহ সারাবিশ্বেই“দিরিলিস আরতুগ্রুল” একটি জনপ্রিয় ঐতিহাসিক সিরিজ যা নিয়ে বলার মত কিছু নেই। এশিয়ার মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, ভারত,ইন্দোনেশিয়া এই দেশগুলোতে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তুর্কিদের যাজাবর জীবন, মোঙ্গল আগ্রাসন এবং সেলজুক সাম্রাজ্যের পুনরুদ্ধার, এবং উসমানীয় বা অটোম্যান সম্রাজ্য প্রতিষ্ঠার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিরিজ একবার দেখা শুরু করলে কাজকর্ম, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে সারাদিন এই সিরিজ নিয়ে বসে থাকতে ইচ্ছে করবে গেরান্টি দিচ্ছি!
দিরিলিস আর্তুগ্রুল সিরিজটি এতটাই জনপ্রিয় ছিল যে তুর্কি ভাষা ছাড়াও অনেক ভাষায় ডাবিং করে প্রচার করা হয়েছে। স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাদের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পিটিভি তে উর্দু ভাষায় প্রচারের ইচ্ছা প্রকাশ করেন এবং পরবর্তীতে পাকিস্তানে উর্দু ভাষায় প্রচার শুরু হয়। বাংলাদেশের একুশে টেলিভিশন এবং মাছরাঙা টেলিভিশনে ' সিমান্তের সুলতান' নামে সিরিজটি সম্প্রচার করা হয়।
যেসব দেশে দিরিলিস আর্তুগ্রুল সম্প্রচার করা হয়েছে তার একটি সংক্ষিপ্ত লিস্ট নিম্নরূপ -
দেশ | টিভি চ্যানেল |
---|---|
আফগানিস্তান | টোলো টিভি |
আলবেনিয়া | টিভি ক্লান |
আলজেরিয়া | একোরৌক টিভি |
আরব লীগ আরবের দেশসমূহ | কাতার টিভি, আল নূর টিভি, আল এয়ারমৌক টিভি, দাওয়া চ্যানেল |
আজারবাইজান | এ টিভি |
বাংলাদেশ | একুশে টেলিভিশন, মাছরাঙা |
বসনিয়া ও হার্জেগোভিনা | হায়াত টিভি |
ব্রাজিল | নেটফ্লিক্স |
চিলি | টেলিভিশন নেকিয়েনাল দে চিলি |
ইন্দোনেশিয়া | ট্রান্স |
জর্ডান | আম্মান টিভি |
কাজাখস্তান | চ্যানেল ৩১, ক্বজাক্বাস্তান |
পাকিস্তান | হাম সিতারে ,পিটিভি |
সোমালিয়া | এমসি টিভি |
দক্ষিণ আফ্রিকা | নেটফ্লিক্স |
উজবেকিস্তান | জো'র টিভি |
উত্তর সাইপ্রাস | টিআরটি ১ |
তিউনিসিয়া | হান্নিবল টিভি |
যুক্তরাজ্য | নেটফ্লিক্স |
যুক্তরাষ্ট্র | নেটফ্লিক্স |
কানাডা | নেটফ্লিক্স |
ভেনেজুয়েলা | ভেনিজুয়েলানা দে টেলিভিশন |
আফগানিস্তান | টোলো |
এই সংক্ষিপ্ত লিস্ট দেখে নিশ্চয় বুঝতে পারছেন সিরিজটি কতটা জনপ্রিয়। আমি যখন দিরিলিস আর্তুগ্রুল দেখা শুরু করেছিলাম লকডাউন এর সময়। তখন কোন কাজ ছিলনা, সারাদিন বাসায়, বাইরে বের হওয়ার ও কোন উপায় নাই। তখন দিরিলিস আর্তুগ্রুল দেখতে দেখতে বিশ্বাস করেন ভাই রাত শেষ হয়ে ফজরের আযান দেয় বুঝতেই পারিনা একের পর এক এপিসোড দেখেই যাচ্ছি যেনো পারিনা সিরিজ টার মধ্যেই ঢুকে পড়ি। এক মহুর্তের জন্যও বিরক্তিবোধ আসেনি ।একশন, ড্রামা, রোমান্টিক ,হালকা কমেডি,ইমোশান কোন কিছুর কমতি নেই এই সিরিজে এমন এমন অনেক দৃশ্য আছে যা দেখতে দেখতে আপনার অজান্তেই চোখে পানি চলে আসবে। এই সিরিজটি আপনাকে সমস্ত অশ্লীল মুভি,ভিডিও থেকে দূরে রাখবে৷
অসাধারণ অভিনয় এবং কাহিনী স্ক্রিপ্ট পরিচালক “মেহমেত বোজদাগ” তার সেরা টা দিয়েছে এই সিরিজে এবং এর অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড মিউজিক যা আপনার মন কেড়ে নিবে নিশ্চিত। দিরিলিস আর্তুগ্রুল সিরিজে আপনি কোন অশ্লীলতা খুজে পাবেননা। পরিবারের সাথে সিরিজটি নিশ্চিন্তে দেখতে পারবেন । দিরিলিস আর্তুগ্রুল সিরিজটি আপনাকে ইসলামী জীবনধারার দিকে প্রভাবিত করবে। অনেক টিভি চ্যানেলের খবরেই উঠে এসেছে যে এই সিরিজটি দেখে অনেক অন্য ধর্মের মানুষ মুসলিম ধর্মে প্রভাবিত হয়ে ইসলাম গ্রহন করেছে।
ইতিহাস কে কেন্দ্র করে উপন্যাস আকারে এই সিরিজ এর কাহিনি সামনে এগিয়েছে। সিরিজটিতে রোমাঞ্চ, যুদ্ধ, ভালোবাসা, রাজনীতি, ধর্ম এতো সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে দেখা শুরু হলে আপনার মনে হবে আপনি অতীতে মুসলিমদের সোনালী শ্বাসনামলে ফিরে গেছেন ।
অনেকেই বলে এখানে ইতিহাস কে বিকৃত করা হয়েছে এবং ইসলামকে বিকৃত ভাবে উপস্ৎাপন করা হয়েছে। যারা এসব কথা বলে তারা প্রথমত এই সিরিজটি দেখেনি দ্বিতীয়ত তাদের জ্ঞানের স্বল্পতা রয়েছে । এই সিরিজে খ্রিস্টান, ইহুদী বা মোঙ্গলরা প্রশ্ন তুলতেই পারে কেননা সিরিজে তাদের অন্যায় অত্যাচার, গনহত্যা সবকিছু খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে তবে ইসলাম বিকৃতির মতো কোন কিছু আমার চোখে পরেনি৷ এমনকি যারা সিরিজটি দেখেছে তারা কেউই এই কথা বলেনি । এই সিরিজটি সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের বেশকিছু দেশে প্রচার নিষিদ্ধ করেছে। এটা একটি রাজনৈতিক ব্যপার এবং খুবই স্বাভাবিক কারন দিরিলিস আর্তুগ্রুল সিরিজটি অটোমান সম্রাজ্যের উত্থান নিয়ে। অটমান সম্রাজ্য এর সাথে সৌদি সম্রাজ্য এর সমস্যা অনেক আগে থেকেই কারন পূর্বে সৌদি আরব সহ মধ্য প্রাচ্যের সবগুলো দেশ অটোমান সম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল । সুতরাং রাজনৈতিক কারনে এই সিরিজ নিয়ে প্রশ্ন তুলেছে সৌদি।
বিশ্বাস করুন আপনি এই সিরিজের ৫টি সিজন দেখে শেষ না করা পর্যন্ত মনের মধ্যে একটা অতৃপ্তি কাজ করবে। ঘুমুতে গেলেও মনে চাইবে আরো একটু দেখি।একবার দেখতে বসলেই বুঝবেন, এমন কি আছে যা নেই এই সিরিজে।শক্তিশালী সংলাপ, যা শুনে মাঝে মাঝেই আপনি চমকে উঠবেন ।ফানি সিনে হাসতে হাসতে পেট ব্যথা হওয়ার দশা। রোমান্টিক সিন গুলো দেখলে মুগ্ধ না হয়ে উপায় নেই।আর যুদ্ধদের রনকৌশন, ভয়াবহ আক্রমণ আপনাকেও দিশেহারা করে দিতে পারে ।প্রতিটি এপিসডে আছে আলাদা আলাদা টুইস্ট,আর যে বিষয় টা সবথেকে বেশি মনে ধরেছে, তা হলো এ সিরিজ টা তে অনেক শিক্ষনীয় বিষয় আছে, যা আপনাকে মোটিভেশন দিবে, বিনোদনের পাশাপাশি একটু শিখতে পারলে ব্যপার মোটেও খারাপ হয় না।
এই সিরিজের মোট সিজন ৫ টি। সব গুলোরই বাংলা সাবটাইটেল আছে। আমাদের ওয়েবসাইটেই পাবেন বাংলা সাবটাইটেল । সবগুলো পর্বের HD লিংক দেওয়া আছে আপনি Vidmat অথবা website থেকেই ডাউনলোড করতে পারবেন।
১৫০ তম পর্বেই ' দিরিলিস আর্তুগ্রুল ' সিরিজটি শেষ হয়েছে ৷ এবং এখানেই শেষ করা হয়েছে আর্তুগ্রুল গাজীর শাসনামল। এর পর থেকে শুরু হয়েছে আর্তুগ্রুল গাজীর পুত্র ওসমান গাজীর শাসনামল এবং শুরু হয়েছে নতুন একটি সিরিজ ' কুরুলুস ওসমান '। এটি মূলত দিরিলিস আর্তুগ্রুল এর পরের অংশ। এই সিরিজের সবগুলো লিংকও পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে।