বঙ্গবন্ধু সামরিক জাদুঘর -বিজয় সরণী,ফার্মগেট, ঢাকা-১২১৫ - Banglablog360

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর-

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর 

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরণিতে অবস্থিত একটি জাদুঘর। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয় এবং বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্র-শস্ত্রের সংগ্রহ নিয়ে জাদুঘরটি সজ্জিত।

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর - ২য় তলা 

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর এর বর্ণনা-

বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি বঙ্গবন্ধু নভো থিয়েটারের পশ্চিম পাশে ১০ একর জমি উপর নির্মিত। জাদুঘরটিতে তিন বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারিসহ ছয়টি পৃথক অংশ রয়েছে ও প্রতিটি বাহিনীর গ্যালারিতে একটি বঙ্গবন্ধু কর্নার রয়েছে।

জাদুঘরের - 

  • নিচতলায় বাংলাদেশ ইতিহাস গ্যালারি 
  • ২য় তলায় বাংলাদেশ সেনাবাহিনী গ্যালারি 
  • ৩য় তলায় বাংলাদেশ বিমান বাহিনী গ্যালারি 
  • ৪র্থ তলায় জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি এবং
  • বেসমেন্টে বাংলাদেশ নৌবাহিনী গ্যালারি রয়েছে।
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর - বেসমেন্ট

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর কমান্ডারদের ব্যাজ, পোশাক, অস্ত্র, গোলাবারুদ, কামান, এন্টি এয়ারক্রাফ্ট গান এবং যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন যানবাহন জাদুঘরটিতে রক্ষিত রয়েছে। মুক্তিযুদ্ধের পর তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধার হওয়া বিভিন্ন যানবাহন এবং অস্ত্রও এখানে সংরক্ষিত রয়েছে।

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর কমান্ডারদের ব্যাজ

যারা বঙ্গবন্ধু সামরিক জাদুঘর দেখতে যাবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য -

ঠিকানাঃ-

Bijoy Sarani, Farmgate, Dhaka- 1215

Tel No: +028711111 ext-8838

Mobile No: 01769017770

লাইভ লোকেশন-( Google Map )

Bangabandhu Military Museum-

https://maps.app.goo.gl/uc3Tp2GcXVc7dNKw5

প্রদর্শনীর সময় - 

সকালের প্রদর্শনী: সকাল ১০টা থেকে দুপুর ১টা (শুক্রবার ছাড়া ) 

বিকেলের প্রদর্শনী: বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা 

সাপ্তাহিক বন্ধ : বুধবার ।

১। টিকিট কেটে প্রবেশ করতে হবে। মিউজিয়াম এর মূল ফটোক এর সামনে টিকিট কাটার ব্যবস্থা আছে । আপনি চাইলে অনলাইনে টিকিট কাটতে পারবেন। 

২। বর্তমান টিকিট মূল্য ১০০৳ ( পূর্বে ৫০৳ ছিল এটি কর্তৃপক্ষ কম বা বেশি করতে পারে )

৩। অনলাইনে টিকিট কাটতে ভিজিট করুন - 

https://bangabandhumilitarymuseum.com/buy-ticket

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর সম্পর্কে কিছু তথ্য-

১৯৮৭ সালে প্রথম সামরিক জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৯ সালে জাদুঘরটি স্থায়ীভাবে বিজয় সরণিতে স্থানান্তর করা হয় ২০০৯ সালে জাদুঘরটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়। তৎকালীন সেনা প্রধানের নেতৃত্বে সব সামরিক বাহিনীর প্রতিনিধির সমন্বয়ে ২০১০ সালে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি জাদুঘরটিকে বিশ্বমানে উন্নীতকরণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নামে করার সুপারিশ করে। এই লক্ষ্যে ২০১৬ সালে ২৭৬ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্পও প্রস্তুত করা হয়। ২০২২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করেন।

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url