এবি ব্যাংক এর হেল্পলাইন নাম্বার,AB Bank SWIFT Code, Helpline Number, address

AB Bank
এবি ব্যাংকের হেল্পলাইন নাম্বার যেসব কারনে প্রয়োজন -
ব্যাংকের কোন গ্রাহক লেনদেন বা একাউন্ট জনিত সমস্যা হলে একটা সময় সরাসরি শাখায় গিয়ে তার সমাধান করতে হতো । কিন্তু এখন প্রতিটি ব্যাংক তাদের গ্রহকদের জন্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে কাস্টমার কেয়ার নাম্বার চালু রাখে যাতে গ্রাহক যেকোন জায়গায় থেকে ব্যাংক সেবা নিতে পারে। এবি ব্যাংকের যেকোন গ্রাহক চাইলেই ঘরে বসেই যে কোনো সম্যাসার সমাধান নিয়ে নিতে পারবেন। এছাড়া একাউন্ট সম্পর্কিত যেকোন তথ্য ও সমস্যার সমাধান পেতে কষ্ট করে ব্যাংকে যাওয়ার পরিবর্তে ঘরে বসেই সেবা পেতে ব্যাংকের হেল্পলাইন নাম্বার প্রয়োজন হয়। এবি ব্যাংকের যেসব গ্রাহকগন হেল্পলাইন নাম্বার জানেন না তারা আজকের এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিতে পারবেন। এখানে আপনাদের সাথে এবি ব্যাংকের হেল্পলাইন নাম্বার শেয়ার করেছি।

পোস্টের মধ্যে যা যা থাকছে
1. AB Bank Helpline Number
2. AB Bank Swift code
3. AB Bank routing number
5. AB Bank FAX No
6. AB Bank Branch list
7. AB Bank ATM Booth List
8. AB Bank Head Office

এবি ব্যাংক হেল্পলাইন নাম্বার :

বাংলাদেশের প্রতিটি ব্যাংকের এক বা একাধিক Customer Care নাম্বার থাকে । এর মধ্যে রয়েছে লোকাল কাস্টমার কেয়ার নাম্বার এবং ইন্টারন্যাশনাল নাম্বার । লোকাল এরিয়া নাম্বার শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য । এই নাম্বারে শুধুমাত্র বাংলাদেশের সিম থেকে কল দেওয়া যাবে বাইরের দেশ থেকে এই নাম্বারে কল দিলে কথা বলা যাবে না। ইন্টারন্যাশনাল নাম্বার দিয়ে বিশ্বের যেকোন প্রান্ত থেকে ফোন কলের মাধ্যমে ব্যাংকিং সেবা গ্রহন করা যাবে

এবি ব্যাংকের হেল্পলাইন নাম্বার:

AB Bank Help Line-1 : 16207


AB Bank Phone: +88-09678555000


AB Bank Customer Care-2 : +88-09678916207 ( From overseas )



এছাড়া প্রতিটি শাখার জন্য আলাদা আলাদা ফোন নাম্বার আছে। আপনি চাইলে নির্দিষ্ট শাখায় ফোন করে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। আপনাদের সুবিধার্থে প্রতিটি শাখার ফোন নাম্বার শেয়ার করেছি। নির্দিষ্ট কোন শাখার ফোন নাম্বার দেখতে নিচে Branch List দেখুন। এছাড়া আপনি চাইলে সরাসরি ব্যাংকের যেকোন শাখায় গিয়ে আপনার সমস্যার সমাধান নিতে পারেন ৷ আপনাদের সুবিধার্থে এবি ব্যাংকের সব শাখা লিস্ট,ঠিকানা ও কন্টাক নাম্বার দিয়ে দিলাম আপনার নিকটস্থ শাখার ঠিকানা, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য জানতে Branch List দেখুন। Branch List এ প্রতিটি শাখার ঠিকানা ও আলাদা ফোন নাম্বার দেওয়া আছে।


এবি ব্যাংকের সুইফট কোড - Swift Code:

SWIFT-Code : ABBLBDDH


View All Branch Swift code


AB Bank Routing Number :

যেকোন ব্যাংকের প্রতিটি শাখার জন্য আলাদা আলাদা Routing Number থাকে। সবগুলো শাখারা Routing Number দেওয়া আছে। View Routing No থেকে আপনার প্রয়োজনীয় শাখার Routing No দেখতে পারবেন।

View Routing No


এবি ব্যাংকের শাখা সমূহ - Branch list and Location :

এবি ব্যাংকের এটিম বুথ লিস্ট - ATM List And Location :


এছাড়া বাংকের অন্যান্য তথ্য -

AB Bank Limited :

  • The Skymark”, 18 Gulshan Avenue, Gulshan 1, Dhaka 1212, Bangladesh
  • Contact: +88-09678555000
  • Help line: 16207
  • Help line ( From overseas ): +88-09678916207
  • SWIFT : ABBLBDDH
  • Fax: +880-2-58814290
  • Email : info@abbl.com
  • Email: support@abbl.com
  • Website : https://abbl.com/

আজকের আর্টিকেল এ আপনাদের সাথে শেয়ার করেছি এবি ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বার (Cuatomer care Number), ঠিকানা ( Address ), সুইফট কোড (Swift Code ), ATM বুথ লিস্ট এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য। আশা করি, আপনাদের মাঝে আরাফাহ ইসলামী ব্যাংকের সঠিক তথ্য শেয়ার করতে পেরেছি যা আপনাদের উপকারে আসবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url